এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

নীলফামারীতে মাটি বোঝাই ট্রলির চাপায় স্বামী নিহত, স্ত্রী আহত

নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের শিমুলতলা এলাকায় মাটি বোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাঁধে। ঘটনাস্থলে মারা যায় উত্তরা ইপিজেডের সোনিক কোম্পানির শ্রমিক তারিক রহমান (২৪) । এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী মাহফুজা বেগম। ফায়ার সার্ভিসের একটি টিম আহত মাহফুজাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে সদরের শিমুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে ধেয়ে আসা মাটি বোঝাই ট্রলিটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় মারা যায় মোটরসাইকেল চালক।
নিহত তারিক রহমান সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের নতুন বাজার এলাকার জমির উদ্দিনের ছেলে।
এবিষয়ে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর র‌উপ বলেন, সদরের শিমুলতলা এলাকায় মোটরসাইকেল ও মাটি বোঝাই ট্রলির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মারা যায়। একজন নারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ট্রলিকে আটক করা সম্ভব হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img