বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া বাজার সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সিনহা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাইক্রো বাস, ট্রাক ও মটর চালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বৈলতলী গ্রামের আবু তাহেরের ছেলে ভ্যান চালক মো. সেলিম শেখ তার স্ত্রী ও দুই জমজ শিশু সহ কাটাখালী থেকে নিজস্ব ভ্যানে বাড়ি ফিরছিলেন। তাদের ভ্যানটি টাউন নওয়াপাড়া বাজারের নিকট একটি পাথর বোঝাই ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ভ্যানটি ছিটকে ট্রাকের ওপর আছড়ে পড়ে। এসময় মায়ের কোলে থাকা শিশু সিনহা খাতুন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপর শিশু তাজমীর খাতুন (৪) রাস্তার উপর পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। শিশুটির বাবা সেলিম শেখ ও মা সাবিয়া বেগম সহ তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাধন কুমার মিস্ত্রি জানান, আহত শিশুটির মাথায় আঘাত লাগায় অবস্থা গুরুতর। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও তারা সেখানে যেতে চাচ্ছে না।
কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শিশু সিনহা খাতুনের মরদেহ থানায় রাখা হয়েছে। মাইক্রো বাসটি পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।