জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘রোড টু হায়ার স্টাডি: প্লানিং এন্ড সাকসেস’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়।
এতে ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ড. মোঃ আইনুল ইসলামের সভাপতিত্বে এবং নামিয়া নামি ও মোঃ সামিউল ইসলাম মনির সঞ্চালনায় অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ফেলো এস.এম ওয়াহিদ মুরাদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আফসার আলী উচ্চ শিক্ষা বিষয়ক বক্তব রাখেন।
এসময় ড. মোঃ আইনুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে ছাত্র কল্যাণ দপ্তর কাজ করে আসছে। অধিকাংশ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করেছে। তবুও সেশনটি অনলাইনে নেওয়া মধ্য দিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সম্পর্কে উপকৃত হয়েছে।