মুক্তিযোদ্ধার স্ত্রী হনুফা বেওয়া জীবন যুদ্ধে এখন ফুটপাতের চা বিক্রেতা

রংপুরে মৃত মুক্তিযোদ্ধার বউ ৮০ উর্ধে বয়স জীবন যুদ্ধে চা বিক্রি করে চলছে জীবনজাপন। দেশ স্বাধীনতার ৫১ বছর পরেও দেশের আনাচে কানাচে জানা অজানা অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। তাদের মধ্যে একজন উজ্জ্বল দৃষ্টান্ত গংগাচড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানের পরিবার।

স্বাধীনতার ৫১ বছর পরেও মুজিবুর রহমানের নাম গেজেট হয়নি। ফলে তার পরিবার এখন গংগাচড়া মুক্তিযোদ্ধা কম্পেলেক্স এর সেপ্টিটেংকির পাশে মানবেতর জীবন-যাপন করছে। দেশের জন্য নিজের জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান। যাহার এফ.এফ নং- ২০৪৪। স্থানীয় সকল দপ্তরের কাগজ-কলমে বীর মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য তিনি। মৃত্যুর পরে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় মর্যাদার সম্মান ।

কিন্তু জীবিত অবস্থায় সকল যোদ্ধে বিজয়ী বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও তার পরিবার মাথা উচুঁ করে বাচঁলেও মুজিবুর রহমানের মৃত্যুর পর তার পরিবারে নেমে এসেছে কাল বৈশাখী ঝড়। দেশের জন্য যুদ্ধ করেছে মুজিবুর রহমান অথচ তার পরিবারের জন্য ১ হাত জায়গা করতে পারেনি সে। তার মৃত্যুর পরে পরিবারের ঠাই হয়েছে গংগাচড়া মুক্তিযোদ্ধা কম্পেলেক্স এর সেপ্টিটেংকির পাশে। প্রায় ১০ সদস্যের পরিবারের জীবন বাচাঁতে মুজিবরের স্ত্রী হনুফা বেওয়া জীবন যুদ্ধে এখন ফুটপাতের চা বিক্রেতা।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা হলেও অজ্ঞাত কারণে তার নাম গেজেট ভুক্ত হয়নি। স্থানীয় সচেতন মহলসহ গংগাচড়া উপজেলা মুক্তিযোদ্ধাদের দাবী অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান এর নাম গেজেট ভুক্ত করে তার পরিবারকে পূর্ণবাসনসহ মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধার জন্য জোড় দাবী জানিয়েছেন##

সর্বশেষ সংবাদ