” ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে যশোরের শার্শায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার শুভেন্দু হালদার,অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা সাবেক মুক্তিযোদা কমান্ডার মোজাফ্ফর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
মেলায় শার্শা উপজেলার মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ২৩টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের বিভিন্ন প্রযুক্তি নির্ভর নিজেদের উদ্ভাবনী তুলে ধরেন এবং অতিথিদের ধারনা দেন।