এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ইবির শিক্ষক সমিতির নবনির্বাচিত পরিষদের সাথে উপাচার্যের সাক্ষাৎ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক সমিতি ও শাপলা ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দদের সাথে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালামের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় প্রশাসন ভবনে উপাচার্য কক্ষে এ সাক্ষাৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, শাপলা ফোরামের নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক প্র্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. মাহবুবুল আরফিন, প্রফেসর ড. কাজী আখতার হোসেন, প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, প্রফেসর ড. দেবাশীষ শর্মা, প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রফেসর ড. বাকী বিল্লাহ, প্রফেসর ড. মহব্বত হোসেন, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় শিক্ষক সমিতি ও শাপলা ফোরামের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে ভাইস চ্যান্সেলর আন্তরিক অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে তাঁদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img