মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন জার্নালিজম অ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি (জাফরু) এর উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় জাফরুর সভাপতি রুহুল কুদ্দুস খান সুমন (প্রথম ব্যাচ) এর নেতৃত্বাধীন দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও রাবির সাংবাদিকতা বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মুশফিক বাবুর নেতৃত্বাধীন দলের কাছে ৩-১ গোলে পরাজিত হয়।
জাফরুর সাধারণ সম্পাদক ও জয়ী দলের ডিফেন্ডার মাহফুজ মিশু জানান, জাফরুর উদ্যোগে আমরা বিভিন্ন আড়ম্বরপূর্ণ কিংবা অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে মিলিত হতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থীদের আন্তঃযোগাযোগ বৃদ্ধিই এর প্রধান উদ্দেশ্য।
খেলা শেষে জাফরুর বিদায়ী কমিটি নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে।