মহান বিজয় দিবস উপলক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে অসহায় দুঃস্থ মানুষের মাঝে দিনব্যাপি ৩শ’ শীতবস্ত্র কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন শুভ উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার ১৬ ডিসেম্বর সকালে কাশিপুর ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ কম্বল ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং এর আয়োজন করা হয়।
অপরদিকে একই দিন মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার সকালে ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ৯৫ জন পুরুষ এবং ২৬০ জন নারী সহ সর্বমোট ৩৫৫ জন রুগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সকল সেবা গ্রহীতার মাঝে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
এসময় কম্বল বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী,এডি সাজ্জাদ হোসেন, সুবেদার মেজর আব্দুল আওয়াল, কাশিপুর বিজিবি কোম্পানি ক্যাম্পের নায়েব সুবেদার গোলাম মওলা প্রমূখ।