৫১ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাগলনাইয়া উপজেলায় ঘোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা আলোচনা সভা এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় স্কুল মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিব শর্মার সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা নাজমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মহসীন আলী।
বিশেষ অতিথি ছিলেন পিটিএ সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, সাংবাদিক এম.মাসুম বিল্লাহ ভূঁইয়া, এম.নিজাম উদ্দিন মজুমদার সজিব, মিলন খোন্দকার, কাজী নুরুল আলম নিলু, সেপাল নাথ, শাখাওয়াত হোসেন প্রমুখ।
আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া, সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।