বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান (দিগরাজ, মংলা) ও ‘বিসিজিএস সোনার বাংলা (রুপসা, খুলনা) ১৫ ও ১৬ ডিসেম্বর দুপুর ২ টা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই ধারাবাহিকতায় দুপুর ২ টা থেকে জাহাজটি পরিদর্শন করতে মংলা এবং আশেপাশের ব্যাপক সংখ্যক নারী পুরুষের ঢল নামে।
এতে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। এছাড়াও জাহাজটি সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৗশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে তারই প্রেক্ষিতে জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।