এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

মোংলায় কাবাডি ও ফুটবল খেলে বিজয় দিবস উদযাপন করে বন্ধু মহল

বিজয়ের ৫১ তম বর্ষপূর্তি উপলক্ষে মোংলার বন্ধু মহলের পক্ষ থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাবাডি ও ফুটবল খেলার আয়োজন করা হয়,

খেলার শুরুতেই বাংলাদেশের পতাকা হাতে নিয়ে এবং জাতীয় সংগীত বাজিয়ে আনুষ্ঠানিকতা পালন করে মোংলার বন্ধু মহল,

কাবাডি খেলায় অংশগ্রহণ করে লাল দল বনাম সবুজ দল,এবং ফুটবল খেলায় অংশগ্রহণ করে বন্ধু মহল ক্রীড়া চক্র বনাম ফ্রন্ডস স্কোয়াড,

বিকাল ৩ঃ০০ টায় কাবাডি খেলা অনুষ্ঠিত হয়, খেলায় সবুজ দল, লাল দল কে ২-১ সেটে পরাজিত করে,মোহাম্মদ সোহেল দর্শনীয় খেলা দিয়ে দর্শকদের মন কাড়েন এবং ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়, কাবাডি খেলার পরপরই শুরু হয়ে যায় ফুটবল, ফুটবল খেলায় বন্ধু মহল ৩-১ গোলে ফ্রেন্ডস স্কোযাড কে পরাজিত করে,জোড়া গোল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় জাবেদ দেওয়ান,
রেফারি হিসেবে দায়িত্ব পালন করে অনন্য, বন্ধু মহল আরো জানান খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগান সামনে রেখে যুবকদের খেলাধুলার প্রতি উৎসাহ করাই তাদের প্রধান লক্ষ।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img