এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

মাধবদীর নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

নরসিংদীর মাধবদী নুরালাপুর উচ্চ বিদ্যালয়ে গতকাল (১৬ ডিসেম্বর) গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫টি ল্যাপটপ, ১টি প্রজেক্টর ও দশ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চুর চক্রটি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জানালার গ্রিল ভেঙ্গে ১৪টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর , পাশের কেরানির রুমের গ্রিল ভেঙ্গে ১টি ল্যাপটপ ও নগদ ১০ হাজার টাকা চুরি হয় এবং স্কুলের কয়েকটি আলমারির তালা ভেঙ্গে তছনছ করে দেয়। পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে কাগজপত্র ও স্কুলের জিনিসপত্র।

জানাযায় স্কুলের চতুর্থ শ্রেণির কর্মচারী সামসুল আলস সকালে স্কুলের এসে দেখে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কোনো ল্যাপটপ নেই ও জানালার গ্রিল ভাঙ্গা। পরে তিনি প্রধান শিক্ষককে জানালে প্রধান শিক্ষক স্কুলে আসেন। নুরালাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌস কামাল জানান রাতে স্কুলের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ১৪টি ল্যাপটপ, একটি প্রজেক্টর, কেরানির রুম থেকে ১টি ল্যাপটপ, নগদ ১০ হাজার টাকাসহ জিনিসপত্র চুরি হয়েছে। অনেকগুলো আলমারি ভেঙ্গে তছনছ করে দিয়েছে চোর চক্রটি।

চুরির ঘটনাটি ইতোমধ্যে বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাধবদী থানা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান, নরসিংদী জেলা এডিসি আইসিটি, নরসিংদী জেলা সহকারী প্রোগ্রামার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করেছি।

উল্লেখ্য যে, গত কয়েকদিনে মাধবদীর নুরালাপুর ইউনিয়নেই অবস্থিত গদাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিদিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দনওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ চুরির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয় চিন্তিত সাধারন জনতা।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img