রসিক নির্বাচনে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিঠুর প্রচারণা

আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় ব্যস্ত ১৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও আগামী নির্বাচনের পদপ্রার্থী লাঠিম মার্কার শফিকুল ইসলাম মিঠু।

১৪ নং ওয়ার্ডটি দেওডোবা, সরকার পাড়া, বড় বাড়ি, মনোহরপুর নিয়ে অবস্থিত। এখানে মোট ভোটার সংখ্যা ১৫,২৬০ জন। এই ওয়ার্ডে নির্বাচনী সেন্টার ৬ টা। মোট কাউন্সিলর পদপ্রার্থী ৮ জন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর ২২) সকাল থেকে সরকার পাড়া, মরিচটারী, বড়বাড়ি এলাকার বসবাসকারী পরিবার গুলোর মধ্যে দ্বারে দ্বারে ভোটের আহ্বান জানান।

এ সময় প্রার্থী মিঠু বলেন, আমি সকলের কাছে লাঠিম মার্কার জন্য দোয়া ও ভোট চাচ্ছি। আমি সকলের দ্বারে দ্বারে ঘুরছি ভোটের আশায়। আগামী ২৫ তারিখ পর্যন্ত আমার কার্যক্রম চলবে। জনগণ যদি আমাকে পুনরায় কাউন্সিলর হিসেবে নির্বাচিত করে,তাহলে আমি আমার অসমাপ্ত রাস্তা-ঘাট, ড্রেনের কাজ এবং বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, ওএমএস কার্ড বিনামূল্যে প্রদানের কাজ শেষ করতে পারবো । এজন্য সকলের সহযোগিতা আমার কাম্য। এ সময় এলাকাবাসী ভোটার ও মিঠুর শুভাকাঙ্ক্ষীগণ প্রচারণায় উপস্থিত ছিলেন।##

সর্বশেষ সংবাদ