যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কেন্দুয়া থানা, উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠন, কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া প্রেসক্লাব, বিভিন্ন সরকারি, আধা সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দুয়া রিপোটার্স ক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।