এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ছাগলনাইয়ায় বিজিবির শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান

ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি এর আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ছাগলনাইয়ায় গরীব দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্ব) সকাল ৮ টা থেকে ১১ ঘটিকা পর্যন্ত ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় ছাগলনাইয়া উপজেলায় সীমান্তবর্তী অঞ্চল মধুগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভপুর ইউনিয়নের জাফর ইমাম উচ্চ বিদ্যালয় মাঠে ৪ শত৫০ জন গরীব দুঃস্থ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সর্বসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন এবং মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোতাহার হোসেন ভূঁঞা ক্যাম্পেইনে সর্বসাধারণকে চিকিৎসা প্রদান করেন। উক্ত ক্যাম্পেইনে ৮৫ জন পুরুষ,৭৫ জন মহিলা ও ১৫ জন শিশু সহ মোট ১৭৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়।অন্যান্যের মাঝে মধুগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ জুলফিকার আহমেদ, চম্পকনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img