এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

নানা আয়োজনে নীলফামারীতে মহান বিজয় দিবস উদযাপিত

আজ যথাযোগ্য মর্যাদায় দিন ব্যাপী নানা আয়োজনে নীলফামারীতে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসের আজ সকালে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

নীলফামারী জেলা প্রশাসন, নীলফামারী পুলিশ প্রশাসন,নীলফামারী জেলা ও দায়রা জজ,নীলফামারী চীফজুডিসিয়াল, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন,এবং নীলফামারী জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,নীলফামারী গণ অধিকার পরিষদ,নীলফামারী জাতীয় পার্টি, নীলফামারী প্রেসক্লাব ও নীলফামারী জেলা রিপোর্টাস ইউনিটিসহ সরকারী বেসরকারী বিভিন্ন দফতর, সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়া সংগঠন, ব্যাংকার্স ফোরামসহ বিভিন্ন উদ্যোগে পুষ্পমাল্য অর্পণ শেষে এক মিনিটের নিরবতা পালন করা হয়।

এ ছাড়া সরকারী বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তোলন, আলোক সজ্জা করা হয়েছে বিজয় দিবস ঘিরে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img