রংপুরের বদরগঞ্জে জাতীয় পার্টির মহান বিজয় দিবস
উপলক্ষে নিজ কার্যালয়ে আলোচনা ও শহীদদের প্রতি
দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য জাতীয় পার্টি
কেন্দ্রীয় কমিটির সদস্য ও রংপুর জেলার জাতীয় পার্টি
যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী বলেন, জাতীয় পার্টির প্রধান মাননীয় জিএম কাদের
উপর আজ ক্ষমতাসীনরা চরম অমানবিক কাজ করছে।অথচ,বর্তমান সরকার গঠনের সহায়ক ভূমিকা
ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য
সরকার উঠে পড়ে লেগেছে কিন্তু কোন লাভ হবে না।
তিনি আরো বলেন,আগামী ২৭ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা মোস্তফা কে বিজয়ী করতে হবে। তিনি জয়ী হলে ইনশাআল্লাহ রংপুরের ২২টি আসন জাতীয় পার্টি ফিরে
পাবে।
বিশেষ অতিথির বক্তব্য রংপুর জেলার,জাতীয় পার্টি
সদস্য বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আহবায়ক সংগ্রামী জননেতা আকমল হোসেন বলেন, জিএম কাদেরে জনপ্রিয় দেশে বিদেশে অনেক বেড়ে গেছে।
তাই সরকার ভয় করে জিএম কাদেরকে জাতীয় পার্টি
দায়িত্ব হতে ওএসডি করে রেখেছে।তিনি বলেন,
জাতীয় পার্টি আগামীতে প্রধান মন্তী জিএম কাদের,
সরকার,গঠনের জাতীয় পার্টি সহায়ক ছাড়া,কোন
বিকল্প নেই।
মহান বিজয় দিবসে আলোচনা আরো বক্তব্য রাখেন,
জাতীয় সেচ্ছাসেবক পার্টি আহবায়ক আসম রওশন হাবিব, সাজেদুর রহমান বুলু।জাতীয় যুব সংহিতর নেতা
মনু,।ছাত্র সমাজের ভারপ্রাপ্ত সভাপতি শেখ রাহেন বাদশা লিমন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তুহিন।