এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতির দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক এবং নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি মরহুম আনিছুর রহমান আনজু সাহেবের জানাজা বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর তাঁর নিজ গ্রামের বাড়ি উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আনিছুর রহমান আনজু দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিন্তু অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে গত ১৪ ডিসেম্বর রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ছেলে, ৩মেয়ে, নাতি-নাতনী, আত্নীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি ১৯৮৩ সালে দৈনিক দর্পন পত্রিকার মাধ্যম সাংবাদিকতা শুরু করে দৈনিক আজকের বাংলাদেশ ও বাংলার বানী পত্রিকায় ২০১৩ সাল পর্যন্ত নিয়মিত লেখালেখি করেন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img