এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে আশার কম্বল বিতরণ

নীলফামারীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৩৫০ টি কম্বল হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের পঙ্কজ ঘোষের হাতে এসব কম্বল তুলে দেন আশার সিনিয়র জোলা ম্যানেজার নজরুল ইসলাম।

কম্বল হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, আশার রিজিওনাল ম্যানেজার মো. তাজুল ইসলাম মন্ডল, সাপোর্ট ইঞ্জিনিয়ার আবু লায়েজ, নীলফামারী সদর ১ ও ২ ব্রাঞ্চের ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তারা।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img