যশোরের চৌগাছা সীমান্ত থেকে ২কেজি ওজনের ১৮পিস স্বর্ণের বারসহ নাজমুল হোসেন (২২) নামে স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।এ ঘটনায় স্বর্ণ বহনের দায়ে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার বিকালে চৌগাছা সীমান্তের তিলকপুর থেকে তাকে আটক করা হয়। আটক নাজমুল হোসেন চৌগাছা উপজেলার ঝিনাইকুন্ডু গ্রামের শরিফুল আলম বাবু’র ছেলে।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার বেলা ৩ টার দিকে হাবিলদার আব্দুল কাদের এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার চৌগাছা উপজেলার তিলকপুর সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে ভারতীয় সীমান্তের মেইন পিলার ৪০ হতে আনুমানিক ৫শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার উপর দিয়ে একজন মোটরসাইকেল আরোহী চৌগাছা হতে ভারত সীমান্তের দিকে যাচ্ছিল। উক্ত ব্যক্তিকে সন্দেহ হওয়ায় টহলদল তাকে থামার সংকেত দিলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।
উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার পরিহিত সোয়েটারের মধ্যে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১৮পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ২কেজি। স্বর্ণের বর্তমান মূল্য ২কোটি টাকা।সেই সাথে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে চৌগাছা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।