কেন্দুয়া প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা

নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবে বুধবার বিকাল ৩টার দিকে ১৪ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সাংবাদিক রাখাল বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরীর কাজল, সহসভাপতি সুনীল পোদ্দার, সাবেক সভাপতি মো. আলমগীর চৌধুরী, সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ভুইঁয়া।
এসময় কেন্দুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সাংবাদিক রুকন উদ্দিন, সাইফুল আলম দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনার পূর্বেই কালো ব্যাজ ধারণ এবং শহীদদেরপ্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় বক্তারা বলেন- শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির ইতিহাসের এক বেদনাময় কালো অধ্যায় । আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকাররা সম্মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে ।

১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী নিজেদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাংলাদেশ ও বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে মেতে ওঠে । যুদ্ধজয়ী বাঙালি যেন আর কোনদিন বিশ্ব সভায় শিক্ষা-দীক্ষায়, জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার লক্ষ্যই এই নীল নকশার মাধ্যমে বুদ্ধিজীবীদের হত্যা করে।
পরিশেষে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ