যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। সকাল সাতটায় জাতীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন ও জেলা আওয়ামীলীগ।
সকাল আটটায় বাগেরহাট পুরাতন ডাকবাংলো সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন। শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্ণার প্রদান করে। এসময়ে শহীদদের স্মরনে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান,জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্হরের জনগন এসময়ে উপস্হিত ছিলেন। এছাড়াও বাগেরহাটের সবকটি উপজেলায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।।##