এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ যশোর অঞ্চলের নেতৃত্বে পলাশ-মাহমুদ

ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ যশোর অঞ্চলের নতুন কমিটি গঠিত হয়েছে।নতুন কমিটির সমন্বয়কারী হয়েছেন ফিরোজ আহমেদ পলাশ এবং যুগ্ম সমন্বয়কারী হয়েছেন মাহমুদ হুছাইন।

বুধবার ( ১৩ ডিসেম্বর) যশোরের রামনগর আর আর এফ ট্রেনেং এন্ড রিসোর্স সেন্টারে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এসময় হাঙ্গার প্রজেক্ট, যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ এবং দ্যা হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানাজার শশাংঙ্ক বরণ রায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী এক(০১) বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়কারী (মেয়ে) সানজিনা হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ আলী, কর্মশালা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল হুছাইন, দপ্তর সম্পাদক মোঃ ইনজামামুল হক, প্রকাশ ও প্রচার সম্পাদক মোতালেব বিশ্বাস লিখন, কোষাধ্যক্ষ দীপ হালদার এবং সদস্য সাদ্দাম হুছাইন, জুই খাতুন ও সানজিনা হক।

এসময় ফোরাম কমিটি নির্বাচনকালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট, যশোর অঞ্চলের একাউন্টস অফিসার অধীশ দাশ। মোঃ গিয়াসউদ্দিন, এরিয়া সমন্বয়কারী দ্যা হাঙ্গার প্রজেক্ট, যশোর। শশাংঙ্ক বরণ রায়, সিনিয়র প্রোগ্রাম ম্যানাজার।খোরশেদ আলম, আঞ্চলিক সমন্বয়কারী। তুহিন আফসারি, প্রশিক্ষণ বিভাগ ইয়ুথ এন্ডিং হাঙ্গার- বাংলাদেশ। রকিবুল ইসলাম রকি, যশোর অঞ্চলিক সমন্বয়কারী। এছাড়াও উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের ছয়টি জেলার দুইজন করে জেলা ইয়ুথ লিডার।

প্রসঙ্গত, ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। শিক্ষার্থীদের নেতৃত্বেই এ সংগঠন পরিচালিত। এ সংস্থার প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে এটি পরিচালিত। ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখন দেশের অন্যতম একটি স্বেচ্ছাব্রতী আন্দোলনে রূপ নিয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img