১২ ই ডিসেম্বর জাতীয় রিক্সা -ভ্যান শ্রমিক লীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর ) রাতে পঞ্চগড় সদর উপজেলার জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, পঞ্চগড় জেলা শাখার রেজি নং- বি ২০০২ এর উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, এবং শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে । জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের সভাপতি, আব্দুল আজিজ নেন্দর, সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত সম্রাট। এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান, কাজি আল তারিখ। এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির উজ্জল। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, নিলুফার ইয়াজমিন, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, পঞ্চগড় জেলা শাখার রেজি নং- বি ২০০২ এর সহ-সভাপতি মো: আমির হোসেন পরিচালনায় মোঃ এনামুল হক ,মো: ইব্রাহীম হোসেন, মো: মহসিন আলী , জুমের আলী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এসময় সদর উপজেলা পরিষদের, ভাইস চেয়ারম্যান, কাজি আল তারিখ বলেন, শ্রমিক লীগের ইতিহাস সব রকম অপশক্তির বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে অনেক সংগঠন গড়ে উঠেছে ।
পৌর আওয়ামীলীগের, সাধারণ সম্পাদক, এস এম হুমায়ুন কবিৱ উজ্জ্বল বলেন, মেহনতী শ্রমিকের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার জাতীয় শ্রমিক লীগ। মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শ্রমিক লীগের নেতাকর্মীদের রয়েছে সক্রিয় অংশগ্রহণ। জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ, পঞ্চগড় জেলা শাখার, সভাপতি, মো: আব্দুল আজিজ নেন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল এবং খুব শিগগিরই এই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৭৭ সালের এই দিনে শেখ শাহাজাহান ও মো: ইনছুর আলী সংগঠনটি প্রতিষ্ঠা করেন।