রংপুরের বদরগঞ্জে পৌরশহরে বাজারে ২০কেজি জাটকা ইলিশ মাছসহ অাফজাল হোসেন নামে এক মৎস্য ব্যবসায়ীকে ২০০০টাকা জরিমানা করেন।
আজ সোমবার পৌরবাজারে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
ইউএনও আবু সাঈদ এ জরিমানা করেন। তিনি বলেন,
মৎস্য আইনে জাটকা ইলিশ ১০ ইঞ্চি নিচে বিক্রি করা
দন্ডনীয় অপরাধ।পরে জব্দকৃত জাটকা ইলিশ স্হানীয়
ওয়ারেছিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানায় বিলি করা
হয়।
অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী অাফজাল হোসেন বলেন,আমার ভুল হয়েছে আমি আর কোন দিন ছোট জাটকা ইলিশ বিক্রি করবো না।