এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণে এম পি বকুল

নাটোরের বাগাতিপাড়ায় বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে কৃষি অফিসের মাধ্যমে ২২শত জন কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন নাটোর ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়ের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, পৌর মেয়র একেএম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি এবং মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা প্রমুখ।
উল্লেখ ১২ শত কৃষক ৫ কেজি উসফি জাতের ধান বীজ ও ২০ কেজি সার এবং ১ হাজার কৃষক হাইব্রিড জাতের ২ কেজি ধানের বীজ পাবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img