নেত্রকোণার কেন্দুয়ায় রবিবার (১১ডিসেম্বর) বিকালের দিকে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কেন্দুয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের নবগঠিত আহ্বায়ক কমিটি।
আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে উপজেলা পরিষদে সমাপ্ত করে আলোচনা শুরু হয়।
উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক ইখতিয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আউয়ালের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ভুঞা।
এছাড়াও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, পৌর ছাত্রলীগের আহবায়ক ইয়াসিন আলম সোহাগ, যুগ্ম আহবায়ক রাফিত হোসেন বিজয়, কলেজ ছাত্রলীগের আহবায়ক প্রিন্স কবির খান, যুগ্ম আহবায়ক হেদায়েতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।