রংপুরের বদরগঞ্জ পৌর শহরে ষ্টেশন পাড়া,এলাকা বাহরাম সোহানী(৪৮)নামে একব্যক্তি মাদক সেবনকরে প্রকাশ্যে মাতলামি করা ও এলাকার শান্তি
শৃঙ্খলা নষ্ট করার জন্য ১৫দিনের,জেল ওনগদ ১০০০
টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।বাহরাম সোহানী ঐ এলাকার মৃত্যু যুগল সোহানীর ছেলে।তিনি একসন্তানের জনক। অভিযানের উপস্থিত থাকা বদরগঞ্জ
থানার সহকারী উপপরিদর্শক(এএসআই) শরীফুল ইসলাম বলেন,আটক বাহরাম মাদক সেবন করে পথচারীদের গালিগালাজ করেন এবং এলাকার মানুষ
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে থানায় ফোন দিয়ে জানান।
এরপরে বিষয়টি আমরা উপজেলা নির্বাহী স্যারকে জানাই।
ষ্টেষন পাড়ার এক ব্যক্তি বলেন, বাহরাম প্রতিদিনও বিভিন্ন রকমের নেশা খেয়ে পাড়ায় মাতলামি করে।তার
অত্যাচারে পাড়ার,মানুষ খুবই যন্ত্রনায় আছে।সে আবারও জেল থেকে এসে একই ধরনের কাজ করবে।