কুমিল্লা চান্দিনায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সম্মান জানানোর লক্ষে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়।
১০ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে
মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য – দেশের,ভাবমুর্তি ও সম্মান যেন নষ্ট না হয় সেদিকে মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতি সুদৃষ্টি দেওয়ার আহবান জানান। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যেভাবে শত্রুর হাতকে থেকে দেশকে রক্ষা করেছিল সেভাবে উন্নত দেশ ও জাতি গঠনে সহায়ক ভুমিকা রাখার জোর আহবান জানান।
এসময় চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আল আমিন সরকার এর সভাপতিত্বে
মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী,উপজেলা নির্বাহি অফিসার তাপস শীল,জেলা পরিষদের সদস্য অধ্যাপক বজলুর রহমান,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা হাজী আবদুল মালেক।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মজিবুর রহমান, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক দর্জি,সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর,বীর মুক্তিযোদ্ধা স্কাউট কমিশনার সুলতান আহমেদ সরকার,সহসভাপতি শরীফ হোসেন মুন্সী, সাধারন সম্পাদক ইমদাদুল হক,
মুক্তিযোদ্ধাদের সুযোগ্য সন্তান মীর মোশারফ হোসেন বাবু,সেলিম রানা,খায়রুল,মুসফিক,রেজাউল,মোতালেব,মেহেদী,আরিফ হাসান, আশিকুর রহমান, মিঠু,ছালাউদ্দিন,খালেদা আক্তার, লিলীমা আক্তার সহ আরোও নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।