নেত্রকোনায় মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ এ, জামিয়া-এ-ইলমে মদিনার ৬ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুভ উদ্বোধন করেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অতন্দ্র প্রহরী, পীরে কামেল, আবদে রাসূল, আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী,খলিফায়ে সুবহানী খানদানে আলা হযরত, ইউপি ভারত।
৯ ডিসেম্বর,শুক্রবার বাদ জুমআ উক্ত নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধনে
উপস্থিত ছিলেন শাহজাদা নাঈম আহমাদ রেজভী আন নাজিরী, বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী,রঈসুল মুয়াল্লিম মুফতী ইবরাহিম খলিল রেজভী,মো.রেজাউল করিম বিলাস,মুহিব্বিনে আহলে বাইত রেজভীয়া দরগাহ শরীফ অনলাইন সেলের সদস্য সচিব মুফতী আবদুল হাকিম রেজভী আন নাজিরী,মাস্টার মো.আব্দুস সালাম, মো.জামাল হোসেন,মো.আবদুল হক, মো.মনির হোসেন,খাদেম মো. শহীদুল্লাহ রেজভী,আলী আহমদ,মো.কামাল হোসেন,জামিয়া-এ- ইলমে মদিনার শিক্ষক হাফেজ আবদুর রহমান,হাফেজ মো.হাসান,হাফেজ মো.নুরুজ্জামান,হাফেজ মো. বিল্লাল,হাফেজ মো.আলী নূর,হাফেজ মো.মাহমুদুল,হাফেজ মো. আহসান সহ ভক্ত অনুসারীগণ।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার
সহ সম্পাদক: মোহম্মদ আবু দারদা।