এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বদরগঞ্জে বাল্যবিবাহ রোধে মানববন্ধন

রংপুরের বদরগঞ্জে বাল্যবিবাহ রোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১২.০০টায় শহীদ মিনারে পিছনে সরোয়ার জাহান মানিক গদি ঘরের সামনে এ মানববন্ধনে আয়োজন করা হয়।

বদরগঞ্জ মানব কল্যান পরিষদ যুক্ত প্রকল্প আয়োজনে
সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ মানববন্ধন বলেন,জেন্ডার ভিত্তিক সহিংসতা বন্ধে ১৬দিনের প্রচারাভিযান প্রকল্পে বদরগঞ্জ উপজেলারও বাল্য বিবাহ রোধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হলো।

তিনি বলেন,বাল্যবিবাহ সমাজের একটি ব্যধি। সবার
মাঝে ঐক্য গড়ি নারি শিশু নির্যাতন বন্ধ করি ও বাল্য
বিবাহ বিরুদ্ধে রুখে দাঁড়াই।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, তামান্না জেবিন
ট্রেনিং এন্ড এডজোকেসি অফিসার মানব কল্যান পরিষদ ও মানব কল্যান পরিষদের স্হানীয় মাঠ পর্যায়ে কর্মীগন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img