রংপুরে বিশ্ব মানবাধিকার দিবস ও মাপা’র একাদশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘‘স্মৃতি অম্লান’’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মানবাধিকার ও পরিবেশ আন্দোলন মাপা বাংলাদেশ এর আয়োজনে গতকাল শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু। মাপার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোশফেকা রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটনের সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাপা’র প্রধান নির্বাহী এ্যাডভোকেট মুনীর চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার গোলাম মোস্তফা প্রমুখ। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধে তাদের নিজ নিজ স্মৃতিচারণ করেন।##