এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ফটিকছড়িতে যুবলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের ফটিকছড়িতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী আবুল বশরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ ডিসেম্বর বিকেলে ফটিকছড়ি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ বাস স্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শাহাদত হোসেন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ছিলেন উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিল হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা শাহজাহাহান, মোঃ বেলাল উদ্দিন অভি, মোঃ ইকবাল, মিনজান উদ্দিন, বাবুল বিশ্বাস, শোয়েব সিকদার, আজাদ সিকদার, মোঃ আজিজ, নজরুল খান জয়, মোঃ মানিক, মোঃ সোহেল, মোঃ খোরশেদ, সুলতান রফিক, দুলাল খান, মহিন উদ্দিন, রেজাউল করিম রেজা, আনোয়ার হোসেন আরাপ, শওকত হোসেন লিটন, কায়রুল আমিন সাগর, মোঃ সোলাইমান, মোঃ আলমগীরসহ আরো অনেকেই।

, চট্টগ্রাম

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img