রংপুরে নারীর প্রতি সহিংসতা বন্ধে রংপুরে অনুষ্ঠিত হলো আর্ট প্রদর্শনী ২০২২। নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। এগিয়ে আসতে হবে পরিবার, সমাজ তথা দেশের সর্বস্তরের মানুষকে।
নারীর প্রতি সহিংসতা বন্ধের মাধ্যমে, সুন্দর এবং ঐক্যের সমাজ গঠন করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর উদ্যোগে শনিবার ১০ ডিসেম্বর বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আর্ট প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শরিফা সালোয়া ডিনা এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জেন্ডার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডির্পার্টমেন্টের বিভাগীয় প্রধান মীর তামান্না সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর এসএম আব্দুল মতিন লস্কর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সেলোয়ারা বেগম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশএর প্রোগ্রাম ম্যানেজার ডাঃ হৃষিকেশ সরকার প্রমুখ। আর্ট দর্শনীর মূল উদ্দেশ্য হলো- নারীর প্রতি সহিংসতার বিভিন্ন দিক তুলে ধরা, যাতে করে শিশু ও যুবরা সচেতন হয় এবং নারীর প্রতিসহিসংতা বন্ধ করতে অবদান রাখতে পারে।
অনুষ্ঠানের শুরুতে নারীর প্রতি সহিংসতা বিষয়ক একটি উন্নয়ন নাটক মঞ্চস্থ করা হয়। এরপর অতিথিগণ আর্ট গ্যালারী পরিদর্শন করেন। আর্ট প্রদর্শনী উপলক্ষ্যে রংপুর বিভাগের ১০ থেকে ৩০ বছর বয়সি শিশু ও যুবদের মধ্যে আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলার চিত্রশিল্পীগণ অংশগ্রহণ করেন। চিত্রশিল্পীগণ দক্ষতার সাথে তাদের চিত্রের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরেন। তাদের চিত্র কর্মের মধ্যে থেকে সেরা ১০টি নির্বাচিত চিত্রকর্ম আর্ট প্রদর্শনীতে স্থান পায়। সেরা ১০টি চিত্রকর্ম থেকে ১ম, ২য় এবং ৩য় হিসেবে ৩ জনকে পুরস্কৃত করা হয়।
পুরস্কার হিসেবে সেরা ৩ জন বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে “টঙ্গেরগান” নামক সাংস্কৃতিক দল তাদের গানের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে অবদান রাখার জন্য আহবান জানান। এ সময় শিক্ষক, ছাত্র, অভিভাবক, কিশোর-কিশোরী, চিত্রশিল্পীগণ, এবং এনজিও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।