“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব ” প্রতিপাদ্য বিষয় নিয়ে শুক্রবার বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস ও “বার সাথে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ”প্রতিপাদ্য বিষয় নিয়ে একইদিনে বাগেরহাটের মোরেলগঞ্জে আর্ন্তজাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজন করা হয় সভার। আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ্যড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ড. রুহুল আমিন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ প্রমুখ। বক্তব্য রাখেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম।
দিবসটি উপলক্ষে বেসরকারি সংস্থা ব্রাক সামাজিক ক্ষমতান ও আইনী সুরক্ষা কর্মসূচির উদোগে পল্লী সমাজের সদস্যদের মাঝে জয়ীতা পুরস্কার প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।