কক্সবাজারে বিজিবি’র অভিযানে ক্রিস্টালমেথ আইসসহ আটক ১

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) তার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী ক্রিস্টাল মেথ আইস নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে বালুখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত হতে বাংলাদেশের অভ্যন্তরে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউপির রহমতের বিল নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে ১০,৬৬,০০,০০০/- (দশ কোটি ছেষট্টি লক্ষ) টাকা মূল্যমানের ২.১৩২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ একজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles