১০ ডিসেম্বর শুক্রবার জুমা পরবর্তী সময়ে অঙ্গিকার সেচ্ছাসেবক ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৩০০ শতাধিক সুবিধা বঞ্চিত ছিন্নমূল মানুষ এবং পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। অঙ্গিকার সেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো়ঃ রুবেল হোসেন এর সভাপতিত্বে সম্পন্ন হয় এই আয়োজন।
এতে উপস্থিত ছিলেন সেবা দেই এর স্বত্বাধিকারী এ.জে.এম সানজিদ ফরাজী এবং সংগঠনের এক্টিভ ভলান্টিয়ার শাহাবুদ্দীন হাওলাদার, কাজি মিরন, জুম্মান প্রধান, নুরুজ্জামান জমাদ্দার প্রমুখ।
দুপুর ২ টায় একটি প্রাইভেটকারে খাবার এবং পানি বহন করে শাহবাগ মোড় হয়ে কাওরান বাজার, এফডিসি এলাকা, মগবাজার, বেইলি রোড, সুপ্রিম কোর্ট, দোয়েল চত্বর হয়ে টিএসসি এসে বিতরণ কর্মসূচি শেষ হয়।
সংগঠনটির প্রধান মোঃ রুবেল হোসেন বলেন আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যানে কাজ করা। আমাদের স্লোগান ‘মানুষের জন্য মানুষ’ এটিকে ধারণ করেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি। এরই ধারাবাহিক আজকের এই প্রোগ্রাম।
সত্যি বলতে আমরা আমাদের সাধ্যের মধ্যে এই অল্প সংখ্যক খাবার দিতে পেরেছি। হয়তো আমাদের ইচ্ছে থাকলেও সীমাবদ্ধতার কারণে অসংখ্য মানুষকে দিতে পারছি না তবে আমাদের মতো করে সমাজের আরো বহু সেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় কিছুটা হলেও এই সুবিধাবঞ্চিত মানুষ গুলোর জন্য কাজ করা হচ্ছে। সকলের নিকট দোয়া চাই যেনো আমাদের সামনের আয়োজন গুলো আরো বৃহৎ পরিসরে করতে পারি এবং সমাজের এই মানুষ গুলোর মানোন্নয়ে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারি।
সেবা দেই এর স্বত্বাধিকারী এ.জে.এম সানজিদ ফরাজী বলেন, অঙ্গিকার সেচ্ছাসেবক ফাউন্ডেশনের কোন আয়োজনে এই প্রথম আমি সরাসরি উপস্থিত থেকে তাদের এই মহৎ কর্মের অংশ হতে পেরে অনেক ভালো লাগছে। খুব গোছালো এবং পরিপাটি একটি প্রোগ্রাম তারা করতে সক্ষম হয়েছে। সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে এবং আগামী দিনে তাদের যেকোনো আয়োজনে পাশে থাকবো সেবা দেই।