মোংলায় ব্রাজিল আর্জেন্টিনা খেলায় ১-১ গোলে ড্র

খেলাধুলা বাড়ায় বল মাদক ছেড়ে মাঠে চল এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে মোংলায় বন্ধু মহলের আয়োজনে আর্জেন্টিনা ফ্যান বনাম ব্রাজিল ফ্যানের ফুটবল খেলার আয়োজন করা হয় উক্ত খেলায় প্রথমআর্ধে আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়আর্ধে
ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা ফ্যান! দ্বিতীয় আর্ধে শুরুতেই সমতায় ফিরে আসে ব্রাজিল ফ্যান আর্জেন্টিনার ফ্যানের হয়ে গোল করে দলীয় ক্যাপ্টেন মেসিখ্যাত জুস সরদার, এবং ব্রাজিল ফ্যানের হয়ে গোল করেন সেই নেইমারখ্যাত আলী রাজ। খেলা পরিচালনা করেন মোঃ হাফিজুর রহমান,সহকারী লাইসম্যান রাহাত ও রাজু।

সর্বশেষ সংবাদ