হারের বৃত্তে ডাম্বুলা, প্রথম জয় কলম্বোর

লঙ্কান প্রিমিয়ার লিগে পঞ্চম ম্যাচে কলম্বো স্টার্স জয় পেয়েছে ডাম্বুলা আওরার বিপক্ষে। এই ম্যাচে ডাম্বুলা আওরাকে ৯ রানে পরাজিত করে কলম্বো স্টার্স। ২ ম্যাচ খেলে একটিতেও জিতেনি ডাম্বুলা।

এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্টার্সের অধিনায়ক এনজেলিও ম্যাথিউস। দলের হয়ে ব্যাট হাতে ওপেন করতে নামেন নিরোসান ডিকওয়ালা ও অধিনায়ক ম্যাথিউস।

ডিকওয়ালা ব্যাট হাতে সুবিধা করলেও রান পাননি ম্যাথিউস।মাত্র ৩ বল খেলে ১ চারের সাহায্যে চার রান করে আউট হন তিনি। কুমারার বলে সিকান্দার রাজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কলোম্বোর অধিনায়ক।

ম্যাথিউস আউট হলেও অন্য প্রান্ত ধরে খেলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওপেনার ব্যাটার নিরোসান ডিকওয়েল্লা।৪১ বল খেলে ৮ চার ও ২ ছয়ের সাহায্যে ৬১ রান করেন তিনি। রত্নয়াকের বলে মাধুশঙ্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এই হার্ডহিটার ব্যাটার।

দুই ওপেনার ব্যাটসম্যান আউট হওয়ার পর দ্রুত সাজঘরে ফিরেন নাভোদ পরানাভিথানা ও চারিথ আসালঙ্কা। নাভোদ মাত্র ১ বলে খেলে শূন্য ও আসালঙ্কা ৬ বল খেলে ১ ছয়ের সাহায্যে ছয় রান করে সাজঘরে ফিরেন।এছাড়া রভি বোপারা ২৬,দিনেশ চান্দিমাল ২৯,ডমিনিক ড্রেকস ১৮ রান করলে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করে কলম্বো স্টার্স।

ডাম্বুলা আওরার হয়ে লাহিরু কুমারা ৪ উইকেট তুলে নেন। এছাড়া সিকান্দার রাজা, রাতনায়াকে,মাধুশঙ্কা ১টি করে উইকেট তুলে নেয়।

জবাবে, জয়ের জন্য ব্যাট করতে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান করে দাসুন শানাকার দল।দলের হয়ে শেভন ডেনিএল ২৮,জর্ডান কক্স ২৯, ভানুকা রাজাপাকশে ১৭, টম এবেল ৩৩, ধাসুন শানাকা ৩১ রান করেন। বাকি ব্যাটাররা দুই অঙ্কের দেখা পায়নি।

কলম্বোর স্টার্সের হয়ে সুরাঙ্গা লাকমল ২টি,ডমিনিক ড্রেকস ২টি, করিম জানাত ২টি ও নাভিন উল হক ১টি করে উইকেট তুলে নেন।

প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কলম্বো স্টার্সের নিরোসান ডিকওয়েল্লা।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles