ফেনীর পরশুরাম মডেল থানা কর্তৃক জিআর সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।ছাগলনাইয়া সার্কেল এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এর নির্দেশনায় পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ সাইফুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মনির হোসেন, এসআই মিনহাজুল আবেদীন ও এএসআই বিল্লাল হোসেন এর নেতৃত্বে গত ০৭ ডিসেম্বর সন্ধ্যায় থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলা নং- ৪৩/২২ ইং এর ০৬ মাসের সাজাপ্রাপ্ত ও ০২ হাজার টাকার অর্থদণ্ড ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত আসামী মোঃ সাইফুল ইসলাম এবং ফুলজিআর ৩৬৬/১৮ ধারা ১৯৯০ সনের মাদকদব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর৭( ক) এর ০৬( ছয়) মাসের সাজাপ্রাপ্ত ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত আসামি মোঃ খলিল প্রকাশ রাজন ফকির(২১) কে গ্রেফতার করা হয় ।
আটককৃত মোঃ সাইফুল ইসলাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর গুথুমা তাকিয়া বাজারের লাতু মিয়ার ছেলে এবং মোঃ খলিল একই উপজেলার মালিপাথর গ্রামের নুরুল আলমের ছেলে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।