বাগেরহাটে দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। দুর্নীতি দমন কমিশনের বাগেরহাট জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহরিয়ার জামিল এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর আলম, জেলা দুদক কার্যালয়ের পিপি অ্যাডভোকেট মিলন ব্যানার্জী, জেলা পরিষদ নির্বাহী ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট, জেলা পর্যায়ের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন,সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন।

এর আগে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে দিনের শুভ সুচনা এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কের পাশে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles