ফুলবাড়ীতে শিশুকে ধর্ষণের চেষ্টা, থানায় মামলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাম পেড়ে দেওয়ার  প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণে চেষ্টা  করা হয়েছে। এ ঘটনায়  হাবিবুর নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে সীমান্তবর্তি উপজেলার বিদ্যাবাগিস গ্রামে। আটক যুবকের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয়,মামলা ও থানা সূত্রে জানা গেছে সকালে ওই এলাকার আশীষ কুমার রায়ের জমজ মেয়ে আরাদ্ধ্যা রায় ও আরিশা রায় বাড়ী সংলগ্ন সুবাসের বাগানে জামকুড়ার জন্য যায়। এ সময় পাশের বাড়ীর সাইফুর রহমানের ছেলে  হাবিবুর রহমান (২৮) তাদেরকে দেখে কাছে ডাকে নেয়। এক পর্যায়ে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে কৌশলে আটকে রাখে। সেখানে লোকজন না থাকায়  কৌশলে জাম গাছের পাশে জঙ্গলে আরাদ্ধাকে নিয়ে যায় হাবিবুর। সেখানে শিশু মেয়েটির পড়নের প্যান্ট খুলে  মাটিতে শোয়ার চেষ্টা করে। ভয়ে মেয়েটি চিৎকার শুরু করলে সঙ্গে থাকা জমজ বোন আরিশা তার বাড়ীতে খবর দেয় । পরিবারের লোকজন ছুটে আসলে হাবিবুর পালিয়ে যায়। পরে গ্রামবাসীরা জোট হয়ে হাবিবুরকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগীর শিশুর মা দিতি রানী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।

বাদী দিতি রানী জানান খারাপ এই ছেলেটি এর আগেও দুইটি শিশু মেয়েকে অপদস্ত করেছে। এবার আমার মেয়েটিরও উপর একইভাবে নির্যাতন করেছে। আমি সঠিক বিচার চেয়ে থানায় মামলা দায়ের করেছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, শিশুকে  ধর্ষণের চেষ্টা করার  অভিযোগে থানায় মামলা হয়েছে। আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles