তারেক আজিজের কবিতা “একাকিত্ব”

একাকিত্ব শব্দটি বড় বেদনাময়,
কিন্তু প্রকৃতি যারে আপন করে নেয়
প্রতিনিয়ত হয় ভাব বিনিময়,
কথা বলে প্রিয়তমার চেয়েও কোমলতায়
তখন একাকিত্বই হয় চরম আনন্দময়।

ইচ্ছাকৃত একাকিত্ব নিঃসঙ্গ মানুষগুলো
দল ছুট ভ্রমরের মত নয় অবহেলিত।
সম্ভবত,একাকিত্বই খুলে দেয়
সৃষ্টিশীলতার সদা জাগ্রত,
নব চেতনার দ্বার।
একাকিত্ব প্রসারিত করে নব নব ভাবনার।

আছে বিশ্বে সৃষ্টিশীল মনীষী যত,
কোন না কেনো সময় তারাও বরণ করেছিলো একাকিত্ব।
আখেরি নবী ঐশী বাণী শুনেছিলেন তখন,
হেরা গুহায় একাকিত্ব আস্বাদন করেছিলেন যখন।

তাই একাকিত্বে ভয় নয়,
নব ভাবনায়
কর বিচরণ।

লেখক: তারেক আজিজ,
বিএ অনার্স, এমএ (বাংলা),
সহকারী শিক্ষক, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles