সড়ক ধরে যাচ্ছি একা ধীর কদমে হেঁটে,
চরম শীতে গায়ের মাঝে চাদরখানি সেঁটে।
থমকে গেলাম ভীড় দেখে সড়কের ওপারে,
মনের মাঝে কৌতুহল ; চলছে কি ওধারে!
মুহুমূর্হ বাজছে তালি, জনতা উৎসুক,
তাল মিলিয়ে আমিও একটু বাড়িয়ে দিলাম মুখ!
খলখলিয়ে পেলো হাসি ; এ যে বানর খেলা,
সাঁঝ বেলাতে কে লাগালো এই বানরের মেলা!
একটি বানর বিড়ি নিয়ে টানছে আপন মনে,
আরেকটিতে করছে প্রণাম, সুধী-গুণীজনে।
বাজিগরটা দিচ্ছে আদেশ, খেলছে বানরেরা,
জনতা দেয় বাহবা, “আহা এটি সেরা”।
বাজিগরের ইশারাতে খেলছে বানর দু’টি,
কখনো নাচে,কখনো বা চড়ছে উঁচু খুঁটি।
বাজিগর বলছে তেড়ে, দেখতে কেমন শিশু?
একটা বানর ঠেঙ উঁচিয়ে করে দিলো হিসু!
ইশারাতে চলছে বানর, করছেনা হেলা,
ইনাম নিয়ে সাঙ্গ হলো সাধের বানর খেলা।
চলাফেরায় বানর জাতি, ঠিক মানুষের মতো,
সত্যি যদি বানর গুলো, আসল মানুষ হতো।
লেজকাটা বানর হয়ে চলবো কতদিন?
পরজ্ঞান ধার করি বাড়াবো কত ঋণ!!
মনিরুল ইসলাম, সাংবাদিক,লেখক ও কথাসাহিত্যিক। সাপাহার,নওগাঁ।