বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ নৈরাজ্যের প্রতিহতে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা আসাদুজ্জামান মিলন, ছাত্রদল নেতা মাসুম হোসেন কচি সভা, তালুকদার রনি সাবেক যুগ্ম আহবায়ক মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদল।
সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা জিয়াউল হাসান টুটুল।
সভায় বক্তারা বলেন, বাজার ব্যবসায়ীদের উন্নয়নের স্বার্থে কোন প্রকারের বিশৃংখলা মেনে নেওয়া হবে। ৫ আগষ্টের পরে আওয়ামী দোষররা অনেকে বিএনপির নামাবলি গায় দিয়ে বিএনপি সেজে কোন প্রকারে নৈরাজ্য, চাঁদাবাজি করে তাহলে সকলে ঐক্যবদ্ধভাবে তা কঠোর হস্তে দমন করা হবে। #