সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক দোকানীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নং ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।
ভুক্তভোগী শিশুটির দাদীর অভিযোগ, শুক্রবার শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। তখন সে সেলিমের দোকানে যায়। টাকা নিয়ে শিশুটি সেলিম উদ্দিনের দোকানে গেলে তখন সে শিশুটিকে কৌশলে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে। পরে এলাকাবাসী বিষয়টি জানার পর অভিযুক্ত সেলিমকে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানায় বিষয়টি অবহিত করলে পুলিশ এসে অভিযুক্ত সেলিমকে আটক করে নিয়ে যায়।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, সিদ্ধিরগঞ্জের আটিগ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে আমাদের পুলিশের কাছে সোপর্দ করেছে। ভুক্তভোগী ওই শিশুটির পরিবারের লোকজনও থানায় এসেছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

বাংলা প্রেস মিডিয়া তে আপনাকে স্বাগতম। 

আপনার সংবাদ টি দিতে WhatsApp যোগাযোগ করুন = 01715283939

This will close in 20 seconds