চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের প্রখ্যাত অলিয়ে কামেল শাহছুফি ক্বারী মাওলানা আহমদুর রহমান আলক্বাদেরী ওয়াল মুজাদ্দেদী রহমাতুল্লাহি আলাইহির সালানা ওরছ নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন,খতমে সূরা আনআম ও বাদে এশা মিলাদ মহফিল, আখেরি মুনাজাত এবং তাবাররুক বিতরণ।
১৭ ফেব্রুয়ারি সোমবার পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ উত্তর গুজরা লাল মিয়া মাতব্বর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ওরছ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত মাহফিলে
বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ হারুনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন প্রখ্যাত ওয়ায়েজিন মাওলানা জশিম উদ্দিন নূরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ হামিদ হাছান আহমদী,মাওলানা ইলিয়াছ নুরী।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারীস্থ আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক
মোহাম্মদ জয়নাল আবেদীন, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সমাজসেবক আলহাজ মোহাম্মদ আইয়্যুব।
আমন্ত্রিত ওলামায়ে কেরামগণের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হক,মাওলানা শাহ আলম,মাওলানা কায়দে আজম,মাওলানা নুরুল আলম,মাওলানা মোরশেদ, হাফেজ তৌকির রেজা মাসরুর।
এতে উপস্থিত ছিলেন শফি তালুকদার, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আসগর আলি, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ নুরুন্নবী, মোহাম্মদ মুফিজুর রহমান,শেখ কামাল, মোহাম্মদ দেলোয়ার,মোহাম্মদ নেসার মাস্টার,আব্দুল কাদের মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ রবিউল হাসান, সহ আরো অনেকে।
মাহফিল উপলক্ষে এলাকায় আলোকসজ্জায় সজ্জ্বিত করা হয়।
আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।