ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আনন্দঘন পরিবেশে নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক সদস্য ভর্তি ফরম বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটি কেন্দ্রীয় সংসদ নির্দেশনা অনুযায়ী বাস্তবায়ন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
রবিবার বিকেলে সাপাহার সরকারী কলেজ শাখার আয়োজনে উক্ত ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ফরম বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু সালেহ স্নেহ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার সদস্য সচিব মো. হাসান আলী, ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সাগর দেবনাথ, সদস্য সচিব মো. রাসেল, যুগ্ম আহ্বায়ক রিপন হাসান,ওয়ালিউল ইসলাম নাইম প্রমূখ।
প্রথম দিনে প্রায় শতাধিক শিক্ষার্থী ফরম সংগ্রহ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।