ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জের কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ মো. ফজলুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. পলাশ মিয়া, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদ উদ্দিন বাবুল, যুগ্ম আহবায়ক মো. দেলোয়ার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহবায়ক মামুন আহম্মেদ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে ও ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান আর্কষণ ছিল স্কাউট ও গার্লস গাইডদের শারীরিক কসরত, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, মোরগের লড়াই, স্কিপিং, স্থির লক্ষে প্রাপ্তি মিলে, গুপ্তধন উদ্ধার, ভারসাম্য দৌড়, বরফ পানি, বিশেষ ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো, দলীয় নৃত্য, একক নৃত্য, সঙ্গীত, একক/দলীয় অভিনয়, আবৃত্তি, কৌতুক, প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দৌড়, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য দৌড় /গোলক নিক্ষেপ ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য গোলক নিক্ষেপ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্বে) মো. ফায়েজ উদ্দীন, সহকারী শিক্ষক আবদুস সালাম আজাদ ও সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. ফাইজুর রহমান ও হাজী আসমত সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মিয়া মো. খায়রুল আলম কাসেমী।
সম্পাদক ও প্রকাশক: এম রফিকুল ইসলাম।
ব্যবস্থাপনা সম্পাদক: জিয়া উদ্দিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আব্দুর রহমান নাসির।
সহ সম্পাদক: আসমা আক্তার