নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আরো সচেতন হতে হবে – তথ্য ও সম্প্রচার সচিব

 

রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার)।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া অংশ হলো নারী ও শিশু। সমাজকে এগিয়ে নিতে হলে নারী ও শিশুর অধিকার নিশ্চিতকরণে আমাদের আরো সচেতন হতে হবে।

বৃহস্পতিবার রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধা শহীদ এম. আবদুল আলী মঞ্চে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ❝শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম❞ প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ ও বহিরাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, প্রকল্পের উপপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল উয়াসিফ, বিটিভি’র জেনারেল ম্যানেজার নুরুল আজম, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মাহবুবা ফেরদৌস বক্তৃতা করেন। এসময় রাঙ্গামাটি জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, শিশু, কিশোর-কিশোরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাধারণ জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ প্রকল্পের মূল বিষয় হলো নিরাপদ মাতৃত্ব ও মাতৃদুগ্ধ পান, মা ও শিশু মৃত্যুহার হ্রাস, গর্ভধারী মায়ের যত্ন, পুষ্টিসমৃদ্ধ খাবার, বাল্য-বিবাহ রোধ, শিশুর অধিকার নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, শিশুশ্রম নিষিদ্ধকরণ, কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন বিভিন্ন বিষয় জনগণকে সচেতন করা।

তথ্য সচিব বলেন, নারীর অধিকার ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। নারীরা এখনো সমাজে অবহেলিত। নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা প্রতিবন্ধকতার মধ্যদিয়ে জীবন অতিবাহিত করে। এ বঞ্চনা থেকে মুক্ত করতে হলে নারীকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। হাতের কাজে দক্ষ করার পাশাপাশি নিজে সিদ্ধান্ত নিতে জানতে হবে। সমাজ বদলানোতে নারীদের এগিয়ে আসতে হবে। সেজন্য আমাদের এ প্রকল্প কাজ করে যাচ্ছে।

সচিব আরো বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলের শিশু ও কিশোর-কিশোরীদের স্কুল কলেজে পাঠাতে তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগে। তাদের সন্তানকে সুরক্ষা দেয়ার পাশাপাশি সচেতন করার দায়িত্ব আমাদের সকলের। শিশুর অধিকার নিশ্চিত ও সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে। পাহাড়ি ভাইবোনদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি।

আলোচনা সভা শেষে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles